আবারও ৩১৭ স্কুলছাত্রী অপহরণ
নাইজেরিয়ায় আবারও স্কুলছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ের আবাসিক ভবনে ঢুকে বন্দুকধারীরা ৩১৭ জন ছাত্রীকে তুলে নিয়ে যায় বলে পুলিশ জানায়।
জানা গেছে, ওই স্কুলে ৪২১ জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে ৫৫ জন ছাড়া বাকি সবাইকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর অপহৃত ছাত্রীদের অভিভাবকরা স্কুলে বাইরে এসে সন্তানের খোঁজ করতে থাকেন।
বার্তা সংস্থা রয়টার্স জানান, জাঙ্গেবে গ্রামের সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মধ্যরাতে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। তারা গাড়ি নিয়ে এসে ছাত্রীদের তুলে নিয়ে যায়। তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।
পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহুর বরাত দিয়ে এএফপি বলছে, অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর সঙ্গে পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।
গত সপ্তাহে নাইজার প্রদেশের কাগারা অঞ্চলে ৪২ জনকে অপহরণ করা হয়, যাদের মধ্যে ২৭ জন ছিল শিক্ষার্থী।